২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আইফোন ১৪ এ নতুন কী চমক থাকবে

আইফোন ১৪ এ নতুন কী চমক থাকবে -


সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই নতুন আইফোন দেখানোর রেওয়াজ রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। এর মধ্যেই প্রযুক্তি পণ্যের বাজারে জোর গুঞ্জন রটেছে, স্যাটেলাইট সংযোগ সুবিধা থাকবে নতুন আইফোনে। ৭ সেপ্টেম্বরের ‘ফার আউট’ আয়োজনে অ্যাপল আইফোনের অন্তত চারটি নতুন সংস্করণ দেখাতে পারে। ২০১২ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসেই আইফোনের নতুন মডেল উন্মোচন করে আসছে অ্যাপল। আসন্ন আইফোন কি চমক থাকছে :

ক্যামেরা
১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হলেও নতুন সিরিজে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার হতে পারে। এতে ৮কে ভিডিও ধারণ সক্ষমতা থাকতে পারে।

ব্যাটারি
আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স ফোনে ৩০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। গত কয়েকটি সিরিজ ধরেই চার্জিংয়ের গতি বাড়ানোর চেষ্টা করছে অ্যাপল। আইফোন ১১ মডেলে ১৮ ওয়াটের চার্জার দেয়া হয়েছিল। আইফোন ১২ মডেলে ২০ ওয়াটের চার্জিং সাপোর্ট দেয়া হয়। এবার আসছে আইফোন ১৪ সিরিজে ৩০ ওয়াটের সাপোর্ট। ৩০ ওয়াটের চার্জার স্মার্টফোনের চার্জিং সময় লক্ষণীয়ভাবে কমিয়ে দেবে। ফাস্ট চার্জিং প্রযুক্তিতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে অনেকে পিছিয়ে আছে অ্যাপল। নতুন সিরিজে ৩০ ওয়াটের চার্জার যুক্ত হওয়ায় অ্যাপল ভক্তরা হাঁফ ছেড়ে বাঁচবে।

ডিসপ্লে
নতুন আইফোনে ‘নচলেস ডিসপ্লে’ থাকবে- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। বিগত কয়েক বছরে আইফোন-এর ডিজাইনে বড়সড় পরিবর্তন হয়নি। আইফোন এক্স -এর পর থেকে অ্যাপেল-এর সব ফ্ল্যাগশিপ মডেলেই ডিসপ্লের উপরে নচের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্যাটেলাইট সংযোগ
অ্যাপল নতুন আইফোনের উৎপাদনে যাওয়ার আগেই স্যাটেলাইট সংযোগের জন্য আনুষঙ্গিক হার্ডওয়্যারের কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে বলে জানিয়েছেন প্রযুক্তি পণ্যের বাজার বিশ্লেষক মিং চি কুও। অ্যাপল স্যাটেলাইট সংযোগ সেবার কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করলেও ফিচারটি কবে নাগাদ আইফোনে যোগ হবে সেই ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন।
এই ফিচারটি চালু হলে মোবাইল ফোনের নেটওয়ার্ক কাভারেজ নেই এমন এলাকা থেকেও স্যাটেলাইটের মাধ্যমে অন্তত টেক্সট মেসেজ পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
আইফোন ১৪ সিরিজের ৪টি নতুন ফোন বাজারে আসছে। আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ও আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলগুলো লঞ্চ হবে। তবে এই বছর কোনো আইফোন ১৪ মিনি মডেল লঞ্চ হবে না।

 


আরো সংবাদ



premium cement